
প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

খন্দকার মোহাম্মদ হোসাইন বিপ্লব,
কক্সবাজার জেলা প্রতিনিধি :
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চকরিয়া শাখার তত্বাবধানে পৌরশহরের জনতা শপিং সেন্টারে ১৮ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে ব্যাংকটির ১৩৪ তম এটিএম বুথের উদ্বোধন করা হয়।
সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, জনতা শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও এনএএন টিভির ডিরেক্টর এমডি জাফর আলম কোম্পানি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, মৌলানা মনসুর আলম কোম্পানি, ব্যাংক টির চট্টগ্রাম জোনের ডিএমডি ও জোনাল হেড রাশেদ সরওয়ার, ইভিপি ও জুবিলী রোড় শাখার ম্যানেজার এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের, এফ এ ভিপি ও চকরিয়া শাখার ম্যানেজার মিজানুল করিম।
এ ছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন শাখার ম্যানেজার ও এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই এটিএম বুথ এর মাধ্যমে গ্রাহকগণ সার্বক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.