ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত ও দুই শিক্ষার্থী আহত

মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত ও দুই শিক্ষার্থী আহত। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) দুই নেপালি শিক্ষার্থী ট্রাক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ২ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের মকবুল আলম এবং ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় আজ আনুমানিক সাড়ে ১২টায় সময় ওই দুই শিক্ষার্থী অটোতে করে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বি,আর টি,সি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটো চালক ঘটনাস্থলে মারা যায়,এবং দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিক্ষাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত চালক দিনাজপুর পৌরসভারের রামনগর (গোবরাপাড়া) এলাকার নেহাজ উদ্দীনের ছেলে একরামুল হক (৪৩) এদিকে দুর্ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সামনের রংপুর-দিনাজপুর মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন। এসময় তারা বাসের সিডিউল বাড়ানোর দাবি জানান। পরে থানা পুলিশ এসে তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তারা অবরোধ তুলে নেন। বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ।দুই শিক্ষার্থী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসাধীন আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।