
প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
সাবেক কাউন্সিলর মাহবুব আলম বাবু এর মৃত্যুতে গভীর সমবেদনা ও দোয়া মাহফিল

মোঃ নয়ন শেখ : কুষ্টিয়া কুমারখালী পৌরসভার আয়োজনে ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলম বাবু এর মৃত্যুতে গভীর সমবেদনা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০২/০৭/২০২৫) জহুরের নামাজের পর কুমারখালী পৌরসভাতে সকল কর্মকর্তা কর্মচারীদের কে নিয়ে দোয়ার অনুষ্ঠান শুরু হয়।মাহবুব আলম বাবু কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হার্ট, লাঞ্চ এর সমস্যা ভুগছিলেন। তিনি গত সোমবার ঢাকা বারডেম হাসপাতালে আনুমানিক দুপুর ১২:৪৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উক্ত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন, তাঁর সকল খেদমত কবুল করে নেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করেন। এবং আমার কাছে যে কোন সাহায্যের জন্য তার পরিবার আসলে আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো পূরণ করার। মাওলানা রফিকুল ইসলামের মোনাজাতের মধ্য দিয়ে উক্ত দোয়ার অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.