স্টাফ রিপোর্টার : আজ (১ জুলাই) দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। বরাবরই এদিনটি তিনি তার পরিবারের সঙ্গে পালন করেন। কিন্তু এবছর এর ব্যত্যয় ঘটেছে। এই মুহূর্তে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানে তার জন্মদিন পালন হচ্ছে। জয়া তার ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। তাছাড়া, ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিংও চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। সেখানেও অংশ নিচ্ছেন জয়া। এমন ব্যস্ততার মধ্যেই সোমবার (৩০ জুন) রাতে আয়োজন করা হয়েছে অভিনেত্রীর জন্মদিনের অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার একটি রেস্তেরাঁয় এ আয়োজন করা হয়েছিল। এ জন্য আনা হয় জয়ার পছন্দের চকলেট কেক।
এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, অনেক বছর পরে এভাবে জন্মদিন পালন হচ্ছে। ঢাকাতেও এভাবে কখনো জন্মদিন উদযাপন করেননি। জয়া আরও জানান, মঙ্গলবার (১ জুলাই) মানে জন্মদিনটা শুটিং করেই তার কাটবে। তবে জন্মদিনে উপহার পেতে এখনো ভালোবাসেন তিনি। প্রাক-জন্মদিন উদযাপনে রাখা হয় জয়ার পছন্দের নলেন গুড়ের পায়েস। কেক কাটা পর্ব শেষ হতেই পর্দার মা সোনালি গুপ্ত নিজে হাতে জয়াকে কেক খাইয়ে দেন। তবে এ জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হবে না জয়ার। কারণ তিনি ঢাকায় রয়েছেন। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। এবার মাকে খুব মিস করব। একটু আগেই ভিডিও কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এ প্রথমবার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। মা শুনে খুব খুশি হলেন। তবে এই উদযাপন আমার সারা জীবন মনে থাকবে। ডিয়ার মা’ সিনেমায় জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সী প্রমুখ।