“বৃক্ষ রোপণ প্রকৃতি- পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেলকুচি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা মোঃ সোলায়মান হোসেন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
২০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফিয়া সুলতানা কেয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জনাব মজনু মিয়া, ইউপি সচিব মোঃ ফয়সাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ভুট্টু, ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমূখ।
মীর্জা সোলায়মান হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক বনজ ও ফলদ গাছ লাগানো হয়েছে ।’
এদিকে মীর্জা সোলায়মান হোসেনের ফলদ ও বনজ গাছ রোপণের এ উদ্যোগ ইতিমধ্যে সর্ব মহলে সাড়া জাগিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।