ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ধ্বংসের পথে হবিগঞ্জের কিবরিয়া পৌর মিলনায়তন 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
জুলাই ১৮, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রক্ষণাবেক্ষণ ও সঠিক দেখভালের  অভাবে দীর্ঘদিন যাবত অযত্ন-অবহেলার কারণে ধ্বংসের পথে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তন। ইতোমধ্যে মিলনায়তনের লাইটিং, এসি, সাউন্ড সিস্টেমসহ নষ্ট হয়ে গেছে মূল্যবান সব যন্ত্রাংশ ও আসবাবপত্র। আর এতে করে সরকারের ক্ষতি হচ্ছে ৫ কোটি টাকার সম্পত্তি। শুধু তাই নয়, হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তনটি অরক্ষিত থাকায় সেখানে এখন পরিণত হয়েছে বখাটেদের আড্ডা খানায়। এমনকি রাতে আধারে বসে গাঁজার আসর। এমতাবস্থায় কিবরিয়া পৌর মিলনায়তনটি পুণঃসংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা।
জানা যায়, ১৯৯৬-২০০১ সনে আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের এমপি শাহ এএমএস কিবরিয়ার প্রয়াসে এই মিলনায়তনটি তাঁর নামকরণে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ২৮ মার্চ এর ভিত্তি প্রস্থর স্থাপন হয় এবং ২৪ মার্চ ২০০১ সালে শাহ এএসএম কিবরিয়া এর উদ্বোধন করেন। যাতে ব্যায় হয় ৫ কোটি টাকা। মিলনায়তনটি উদ্বোধনের পর নানা ধরণের সভা সেমিনার ও সাংস্কৃতিক বিনোদনের এক অনন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়। কিন্তু সঠিক দেখবাল ও অযত্ন আর অবহেলার কারণে তা আর বেশি দূর যেতে পারেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কিবরিয়া পৌর মিলনায়তনের এসি, সাউন্ড ইনস্টলমেন্ট, লাইটিং, মঞ্চ, চেয়ার-টেবিল ও ডেকোরেশনের বেহাল অবস্থা। ওয়াল থেকে ভেঙে ভেঙে পড়ছে পলেস্তেরা। এমনকি এসিও ভেঙে ঝুলে রয়েছে। চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মঞ্চের কাঠের পাঠাতন ভেঙে নিচে পড়ে রয়েছে। বর্তমানে এতটাই খারাপ অবস্থা যে মিলনায়তনের অত্বিস্থ এখন প্রায় শেষের পথে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, মিলনায়তনটি সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। মেয়র আতাউর রহমান সেলিমের প্রচেষ্টায় যোগযোগ করা হচ্ছে বিভিন্ন মন্ত্রনালয়ে। শহরের নিউফিল্ড মাঠের পাশেই অবস্থিত হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তনটি।
নাট্যকর্মী ও বিশিষ্টজনেরা জানান, সরকার যে উদ্দেশ্য নিয়ে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তনটি গড়ে দিয়েছিল তা পূরণ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাব ও দূরদর্শিতার কারণেই কোটি কোটি টাকা মূল্যের মিলনায়তনের আজ এই বেহাল দশা। তারা বলেন, কিবরিয়া পৌর মিলনায়তনটি ছিল একটি আধুনিক মিলনায়তন। যার মধ্যে একসাথে হাজার খানেক দর্শক বসে সাংস্কৃতিক আচার অনুষ্ঠান উপভোগ করত। কিন্তু বর্তমানে সেটা আর হয়ে উঠছে না। এমতাবস্থায় বিষয়টি যেন কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে দ্রুত সেটি সংস্কার করে পুণরায় চালু করেন তার জন্য দাবী তাদের।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, একটা সময় হবিগঞ্জের সাংস্কৃতিক সকল কর্মকান্ডসহ সভা সমাবেশ এ মিলনায়তনে হতো। কিন্তু তখনকার পৌর পরিষদের গাফিলতি ও রাজনৈতিক হীনমন্যতার কারণে এটাকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে আমি স্থানীয় সরকারের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি অথবা ব্যক্তিগত ভাবেও যদি কেউ সেটা নিয়ে সংস্কার করতে চায় আমরা চুক্তিভিত্তিক ভাবেও দিতে পারি। মেয়র বলেন, আশা করি দ্রুত এই মিলনায়তন আলোর মুখ দেখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।