ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শুদ্ধাচার পুরস্কার পেলেন আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী

গণবার্তা রিপোর্ট
জুলাই ১৮, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য আইএফআইসি ব্যাংকের ছয় কর্মীকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি আইএফআইসি টাওয়ার প্রধান কার্যালয়ে ২০২১-২২-এ পুরস্কারের জন্য নির্বাচিত কর্মীদের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।

টপ এক্সিকিউটিভ ক্যাটাগরিতে সৈয়দ মনসুর মোস্তফা, এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যৌথভাবে দিলীপ কুমার মণ্ডল ও নাঈমুর রহমান, অফিসার ক্যাটাগরিতে জিয়াউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার ক্যাটাগরিতে হেলাল আহমেদ ও সাপোর্ট স্টাফ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহেব আলী এ পুরস্কার পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।