ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি শাওন 

অপু হাসান , ভোলা 
জুলাই ১০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহনে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উদ্বোধনী বক্তব্যে এমপি শাওন বলেন, স্মার্ট বাংলাদেশের ভবিষৎ প্রজন্ম হবে আইটি নির্ভর ।তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দেশের প্রতিটি নাগরিককে জনসম্পদে রুপান্তরিত করার জন্য গ্রাম অঞ্চল যেন পিছিয়ে না থাকে  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ব্যবস্থা করেছেন। শুধু শহর নয় গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে তার জন্য বিনামূল্যে ল্যাপটপ, ট্যাব ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট’র অধ্যক্ষ নুরুল আমিন শাহজাহান খাঁন, আইসিটি কো অর্ডিনেটর মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।