ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে পৃথক অভিযানে ১ সাজাপ্রাপ্ত ও ৬ জুয়ারী গ্রেফতার 

Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি ও ৬ জুয়াড়ি কে গ্রেপ্তার করা হয়েছে ৷
হোসেনপুর থানার এসআই মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই সন্ধ্যায় বোর্ডের বাজার এলাকা থেকে আবু রায়হান (৪৪) নামের আট মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। আবু রায়হান ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে করা মামলায় এই সাজা পান।
একই দিন হোসেনপুর থানার এসআই (নিরস্ত্র) সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে হোসেনপুর থানাধীন উত্তর কুড়িমারা এলাকার জনৈক আলমগীর হোসেনের বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায়, জুয়া খেলার অর্থ ও সরঞ্জামাদিসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম উদ্দিন (৬৫), মো. মকবুল হোসেন (৩৮), মাজহারুল ইসলাম (৩২), মো. কুদরত আলী (৪০), মো. নুরুল হক (৪০) ও মো. হোসেন আলী(৫২)।
গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক ৬ জুলাই আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।