নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌ রুট কর্তৃপক্ষ। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত দেড় টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
এছাড়া আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের আরেক ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেছেন, ‘দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন নৌরুট পারাপার করা হবে।’
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta