ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জনতার হাতে ৩ গরু চোর আটক 

Link Copied!

কিশোরগঞ্জে ৪ জুন রবিবার বিকেল  হোসেন পুর উপজেলার উঃ পানান গ্রামের মোমতাজ উদ্দিন মাষ্টারের বাড়ির মোঃ গোলাপ মিয়ার বাড়ির দঃপাশে বাঁধা একটি ষাড় বাচুর  যার মূল্য ৫০ হাজার মূল্যের গরু চুরি করে  নিয়ে যাবার সময়  জনতা হাতেনাতে  গরুচোর চক্রের তিন সদস্যকে  আটক করে তাদের মধ্যে হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মৃত আঃ সামাদের ছেলে আঃ করিম( ৪০)একই ইউনিয়নের রহিমপুর গ্রামের  মৃত হাসেন মিয়া ছেলে আঃছাত্তার (৩২) নেত্রকোনা জেলার কেন্দু থানার ছিরান গ্রামের আবুল হাসেনের ছেলে মতিউর রহমান মতি (৫৫)  সাথে চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সহ তাদের কে  আটক করে এলাকাবাসী। তাৎক্ষণিক  হোসেনপুর থানায় খবর দিলে এসআই হাবিব এর নেতৃত্ব  একটি টিম তাদের থানায় নিয়ে আসে পরে  সন্ধ্যায় গরুর মালিক গোলাপ মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ ছাড়াও অজ্ঞানামা কয়েকজনকে আসামী করে করে মামলা দায়ের করেন এব্যাপারে হোসেনপুর থানার উপ পুলিশ পরিদর্শক  আজিজুল হক  ঘটনা  সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  তিন জন আসামি সহ একটি অটোরিকশা জব্দ করে এ ব্যাপারে আইনআনুগ  ব্যবস্থা নেয়া হবে।  উল্লেখ গত দশ বার দিনের ব্যবধানে  দঃ গোবিন্দপুর গ্রামের ফরিদ  উদ্দিন মাসুদের পাঁচ লাখ টাকা মূল্যের   দুটি গাভীগরু চুরি হয় একই ইউনিয়নের উত্তর পানান গ্রামের লাল মিয়া মাষ্টারের ভাতিজা কৃষক উজ্জল মিয়া একটি গাভী চুরি হয় এ ব্যাপারে হোসেনপুর থানায় ডিজি করেন মাসুদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।