ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে হত্যা মামলার আসামীদের বাড়ি-ঘর লুটপাট ও পুড়িয়ে দেওয়ায় অভিযোগ

দৈনিক গণবার্তা
মে ২৭, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামীদের বাড়ি-ঘর লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের কবিরাজ বাড়ির ৪টি ঘরে লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়। উত্তর বালিয়াতলী গ্রামের আলমগীর কবিরাজ ও হেলাল ব্যাপারী হত্যা মামলার আসামীদের অনুপস্থিতির সুযোগে নিহতের স্বজনরা প্রতিপক্ষের ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন পুড়ে যাওয়া ঘরের নারীরা ও ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা। এছাড়া একই বাড়ির বশির কবিরাজের ঘরের চালা থেকে টিন খুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর বালিয়াতলী এলাকায় আলমগীর কবিরাজ ও হেলার ব্যাপারীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় আলমগীর কবিরাজের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৬৩জনকে আসামী করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীরা আত্মসমর্পন করলে ১৫জনকে জামিন দিয়ে বাকীদের জেলহাজতে পাঠায় বরিশাল জেলা জজ আদালত।

জামিনে থাকা পারিচুর রহমান শামীম জানান, মামলায় অজ্ঞাত আসামী থাকায় এলাকায় অনেক পুরুষ বাড়িতে থাকেন না। এই সুযোগে আলমগীর কবিরাজের স্বজন ইব্রাহিম হাওলাদার, বিপ্লব সরদার, সায়েম খন্দকার, ইখতিয়ার খন্দকারসহ ২০/২৫জন লোক গত শুক্রবার সন্ধ্যায় সমীর কবিরাজের বাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা সমীর কবিরাজ, আলম কবিরাজ, সুজন কবিরাজ ও ধলু কবিরাজের ঘরে আগুন দেয়। এর আগে তারা বশির কবিরাজের ঘরের চালা থেকে টিন খুলে নিয়ে গেছে। তাদের ভয়ে এলাকার নারী ও শিশুরা কথা বলতেও সাহস পাচ্ছে না।

আলমগীর কবিরাজের স্ত্রী রাবেয়া বেগম আসামীদের ঘরে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আসামীরা লাকরির ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘উত্তর বালিয়াতলী এলাকায় কয়েকটি লাকরির ঘরে আগুন দেওয়ার কথা শুনেছি। ওই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।