মুলাদীতে তালিকাভুক্ত জেলেদের বৈধ জাল দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মুলাদী সদর ইউনিয়নের নবাবের হাটে এক অনুষ্ঠানে ৭৮ জন জেলেকে জাল দেওয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের এই জাল দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন, উপেজলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার সুবিধাভোগী জেলেদের মধ্য থেকে ৩জন করে দল তৈরি করে ২৬টি দলের ৭৮জনকে বৈধ জাল দেওয়া হয়েছে। এতে জাটকা ইলিশ ও ছোট মাছ রক্ষা হবে।