ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে লিচু বিক্রির ধূম 

Link Copied!

কিশোরগঞ্জ জেলার, হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর, পুমদি,পিতলগন্জ,গাঙ্গাটিয়া,হাজীপুর,আমানসরকার,বাকচান্দা,বাজার, সহ অধিকাংশ হাট, বাজারেই মঙ্গল বারিয়ার সু স্বাদু লিচু তে সয়লভ, দেশীয় উন্নত প্রজাতির এই লিচু  খেতে যেমন মিষ্ট তেমনি আকারেও অনেকটা বড় , লাল টুকটুকে ৷৷  তাই খুব সহজেই ক্রেতা সাধারণ এ-ই লিচুর প্রতি আকৃষ্ট হয়ে কিনতে ভীর করছেন প্রতিটি লিচুর দোকানে  ৷৷ এছাড়াও অনেক বেকার যুবকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, মঙ্গল বারিয়ার এই সু স্বাধু লিচু বিক্রি করে ৷৷ উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের   সুখী গ্রামের মাও ঃ ইসহাক জানান, আমার দুই ছেলে  লিচু বিক্রি করে, তাদের উপার্জিত লাভের টাকা দিয়ে ছেলে মেয়ে দের পড়া লেখার খরচ চালিয়েও  সুন্দর ভাবে সংসার চালাচ্ছে ৷৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।