ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে লার্ণিং এন্ড আর্নিং কোর্স শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
মে ২৪, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার নেতৃত্বে ” আমরা হবো জয়ী, আমরা দুর্বার, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার ” এই শ্লোগানে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক “লার্নিং অ্যান্ড আর্নিং” প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ মঙ্গলবার(২৪ মে)দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন।
কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক লিটন বাড়ৈ এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ রুহুল আমীন, কলেজের শিক্ষক সমিতির সম্পাদক পিনাকী রঞ্জণ দাস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মের হোসেন মুন্না বক্তব্য রাখেন।
কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ বলেন, এই কর্মসূচীর আওতায় প্রতি ব্যাচে ৪০ জনকে ২০ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। সারা বছর কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তিনি।
অর্থনীতি ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূর হোসেন  জানান, এই প্রোগ্রামের আওতায় কম্পিউটার বেইজড আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে প্রত্যেক শিক্ষার্থী এম.এস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর  ২০ ঘন্টা প্রশিক্ষণ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।