গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ওয়েভ ফাউন্ডেশন সম্প্রতি একটি গ্রুপ বীমা স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ওয়েভ ফাউন্ডেশনের এর সমস্ত ক্ষুদ্র ঋণগ্রহীতাগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর বীমা সুরক্ষার ছায়ায় থাকবেন।
শেখ রকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ এবং মহসিন আলী, নির্বাহী পরিচালক ওয়েভ ফাউন্ডেশন এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। আমিরুল ইসলাম, পরিচালক, অর্থ ও হিসাব, ওয়েভ ফাউন্ডেশন আব্দুল হালিম এসভিপি, মাইক্রোইনস্যুরেন্স বিভাগের প্রধান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও সংশ্লিষ্ট কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।