মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিবন্ধনের জাল সনদ দিয়ে আট বছর চাকরি করেছিলেন সহকারী শিক্ষক (বিজ্ঞান) মো. কবির হোসেন। বিষয়টি মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষায় ধরা পড়লে ১২ লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেয় মন্ত্রণালয়। টাকা ফেরত না দিয়ে ২০২০ সালের জুলাই মাসে নিরুদ্দেশ হন তিনি। তিন বছরেও বিষয়টির সমাধান না হওয়ায় ওই পদে শিক্ষক নিয়োগ দিতে পারেনি বিদ্যালয় কতৃপক্ষ। ফলে বিজ্ঞান বিষয় নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কতদিনে শিক্ষক নিয়োগ হবে তা বলতে পারছেন না প্রধান শিক্ষক। কবির হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামের আব্দুর রহমান ব্যাপারী ছেলে। তিনি ২০১০ সালে পাস দেখিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি নিবন্ধন সনদ (বিজ্ঞান) তৈরি করেন এবং নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ বছর চাকুরি করেছেন।
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, কবির হোসেন ২০১০ সালে বিজ্ঞান শিক্ষক পদে যোগ্য পাস দেখিয়ে একটি নিবন্ধন সনদ তৈরি করেছিলেন। ওই জাল সনদ দিয়ে ২০১২ সালে ডিসেম্বর মাসে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং অবৈধ উপায়ে এমপিওভুক্ত হন। ২০১৮ সালের ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ওই বিদ্যালয় পরিদর্শন কালে মো. কবির হোসেনের সনদের বিষয়ে সন্দেহ হয়। তিনি তার সনদটি যাচাইয়ের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কাছে প্রেরণ করেন।
২০১৯ সালের ২৫ নভেম্বর এনটিআরসিএ’র সহকারী পরিচালক ফারজানা রসুলের স্বাক্ষরিত পত্রে মো. কবির হোসেনের সনদটি নকল বলে জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. কবির হোসেনের (৩০৩০০০৪৫৬) নিবন্ধন সনদটি সঠিক নয়। ২০১২ সালের ২৫ ডিসেম্বর তিনি এমপিওভুক্ত হন। ফলে ওইদিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি সরকারি কোষাগার থেকে মোট ১০ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা গ্রহণ করেছেন, যা ফেরতযোগ্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও বলা হয়।
ওই প্রতিবেদনের পরেও স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় মো. কবির হোসেন ২০২০ সালের জুন মাস পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে দেখা যায়, শিক্ষক মো. কবির হোসেন ১২ লক্ষাধিক টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেছেন। পরবর্তীতে টাকা ফেরতের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর থেকে চাপ প্রয়োগ করা হলে ফেরত না দিয়ে ২০২০ সালের জুলাই মাসে নিরুদ্দেশ হন।
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার জানান, মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে ২০২০ জুলাই মাস থেকে সহকারী শিক্ষক মো. কবির হোসেনের বেতনভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি পদত্যাগপত্র এবং সরকারি টাকা ফেরত দেননি। তাই প্রায় ৩ বছরেও বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এছাড়া বিদ্যালয়ের কমিটি নিয়ে কিছুটা সমস্যা থাকায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। শীঘ্রই ওই শিক্ষকের নামে মামলা এবং পদশূণ্য করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
মুলাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, অভিযুক্ত জাল সনদধারী শিক্ষক মো. কবির হোসেন সরকারি টাকা ফেরত না দিলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এছাড়া দ্রুত পদটি শূণ্য করে নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।