মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুলাদী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২২ মে) বিকেল ৪টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল করে নেতাকর্মীরা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল আহসান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়া উদ্দীন মনির, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।