ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দৈনিক গণবার্তা
মে ২২, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুলাদী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২২ মে) বিকেল ৪টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল করে নেতাকর্মীরা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল আহসান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়া উদ্দীন মনির, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।