মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. আলমগীর হোসেন সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আলমগীর হোসেন সুমন রাড়ী মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আলহাজ্ব আবু জাফর রাড়ীর ছেলে। তিনি মুলাদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মুলাদী প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলমগীর হোসেন সুমন রাড়ী বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিদ্যালয় পৌছলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. সুমন ঘরামী, সাবেক ইউপি সদস্য মো. সেন্টু বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. রাজু মোল্লা, দৈনিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো. শাহিন হোসেন, সহযোগী সম্পাদক মো. আরিফুল হক তারেক, মুলাদী প্রেসক্লাবের সহসভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্যাদা, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, তৃণমুল সাংবাদিক ইউনিটির সভাপতি মো. মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. আলমগীর হোসেন সুমন বলেন, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা আদর্শ জাতি গঠনের কর্ণধার। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।