কৃষি জমির অপচয়রোধ, পোকাদমন, যান্ত্রীকরণের মাধ্যমে কৃষিখাতকে আধুনিকায়ন ও ফলন বৃদ্ধির জন্য ২০২২ – ২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাঁশআড়া মাঠে প্রায় ১৫০ বিঘা ( ৩৩ শতকে বিঘা) জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান কৃষিবিদ – ২ এর সমালয় চাষাবাদ করা হয়েছে। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯৫ জন কৃষক এপদ্ধতিতে চাষাবাদ করে।
রোববার ( ১৪ মে) বিকেলে কম্বাইন্ড হারভেস্টরে মাধ্যমে সমালয় প্রকল্পের ধান কর্তনের উদ্বোধন ও ফলন পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ – পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ প্রমূখ উপস্থিত ছিলেন। কর্তন শেষে বিঘা প্রতি জমিতে প্রায় ৩০ থেকে ৩১ মণ ফলন পাওয়া গেছে। যা অন্যান্য উচ্চ ফলনশীল ধানের চেয়ে তিন থেকে চার মণ বেশি।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার বাঁশআড়া মাঠে ৯৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে কার্যক্রম শুরু করা হয়। বিঘাপ্রতি কৃষককে ২ কেজি করে বীজ, ৩০ কেজি ইউরিয়া, ১৬ কেজি ডিএপি এবং ২০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছিল। রোববার আনুষ্ঠানিক ভাবে কর্তন শেষে ফলন পরীক্ষা করা হয়েছে। প্রতি বিঘায় প্রায় ৩০ থেকে ৩১ মণ ফলন পাওয়া গেছে।
অপরদিকে কৃষকরা বলছেন, একই সময় একই স্থানে একই জাতীয় ফসল উৎপাদনের জন্য সমালয় প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে একদিকে যেমন দেশে কৃষি সমৃদ্ধ হবে, অন্যদিকে কম খরচে কৃষকরা অধিক ফসল উৎপাদন করে লাভবান হবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।