ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে ‘নিখোঁজ’ হওয়ার আট দিনেও উদ্ধার হয়নি প্রবাসীর স্ত্রী !

দৈনিক গণবার্তা
মে ১৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ‘নিখোঁজ’ হওয়ার আট দিনেও উদ্ধার হয়নি প্রবাসীর স্ত্রী। গত ৪ মে রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের সানাউল ওরফে আল আমিনের স্ত্রী ফেরদৌস নিখোঁজ হন। ওই ঘটনায় আল আমিন গত ৫ মে রাতে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। শনিবার (১৩ মে) বিকেল পর্যন্ত পুলিশ ফেরদৌসকে উদ্ধার করতে পারেনি বলে জানান সানাউল ওরফে আল আমিন।

সাধারণ ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে চরবাটামারা গ্রামের মৃত আনোয়ার বেপারীর ছেলে আল আমিনের সঙ্গে একই গ্রামের কালাম সিকদারের মেয়ে ফেরদৌসের বিয়ে হয়। বর্তমানে তাদের ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ১০/১১ বছর আগে আল আমিন মালয়েশিয়া চলে যান। ৫বছর আগে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য ফেরদৌস পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা সদরে বাসা নেন। সেখানে বেসরকারি সংস্থার কর্মী ও হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের হাফেজ শাহজাহান রাড়ীর ছেলে জুবায়ের হোসেন ওরফে অনিকের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আল আমিন জানান, ‘আমি চলতি বছরের ২ এপ্রিল বিদেশ থেকে দেশে এসেছি। দেশে ফিরে স্ত্রীর আচরণে কিছুটা অসঙ্গতি পেলেও বিষয়টি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। গত ৪ মে রাতে আমার স্ত্রী ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২৫ লাখ টাকা নিয়ে পরকীয় প্রেমিকের সঙ্গে পালিয়েছে। বিভিন্ন জায়গায় খুজে স্ত্রীকে পেতে ব্যর্থ হয়ে ৫ মে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছি। স্ত্রী যাওয়ার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি গত ৯এপ্রিল সে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার স্বর্ণালংকার ও টাকা পয়সা আত্মসাতের জন্য ডির্ভোস দেওয়ার পরেও একমাস সংসার করেছিলো।’

আল আমিন আরও জানান, ‘জুবায়ের সঙ্গে আমার স্ত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি বিদেশ থাকতে জানতে পেরেছিলাম। এনিয়ে স্ত্রীর সঙ্গে একাধিকবার কথার কাটাকাটি হয়েছে। তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সর্বশেষ গত ৪ মে রাতে আমার স্ত্রী টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৮ দিনেও তার কোনো সন্ধান পাইনি।’

এব্যাপারে জুবায়ের মুঠোফোনে জানান, ‘ফেরদৌসের সঙ্গে ২ বছর আগে পরিচয় হয়েছিলো। কিন্তু তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিলো না। ফেরদৌস কোথায় আছে তা আমার জানা নাই।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘আল আমিন তার স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সন্ধানের চেষ্টা চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।