ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

দৈনিক গণবার্তা
মে ১০, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এমপির বরিশালে আগমন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভা করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান।

মুলাদী পৌর জাতীয় যুব সংহতির সভাপতি আলী আজম স্বপনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার, যুগ্ম আহ্বায়ক জানে আলম দুলাল চৌধুরী, চরকালেখান ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার, গাছুয়া ইউনিয়ন জাপার আহ্বায়ক আব্দুল মালেক সিকদার, উপজেলা জাপার সিনিয়র সদস্য অ্যাডভোকেট মাহমুদ হোসেন টিপু, সদস্য মো. বজলুর রহমান সরদার, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক পার্টির সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, উপজেলা যুব সংহতির সভাপতি আলাউদ্দীন মল্লিক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান বাবু মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মনিরুজ্জামান, মুলাদী সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোকছেদুর রহমান শরীফ, মো. জসিম উদ্দীন, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোসা. নাজমা বেগম, চরকালেখান ইউনিয়ন জাপার যুগ্ম আহ্বায়ক শাহজাহান ঢালী, সদস্য সচিব জালাল উদ্দীন নিলু সরদার, মুলাদী পৌর জাপার যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া, চুন্নু আকন, আব্দুল খালেক খান, অধ্যক্ষ আব্দুস সালাম খান, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক মো. শামিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হাওলাদার, গাছুয়া ইউনিয়ন জাপার আহ্বায়ক মিঞ্জু সরদার, সদস্য সচিব টগর মুন্সী, সদস্য বাকু সরদারসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে স্বাগত জানাতে মুলাদী উপজেলা থেকে ২ শতাধিক মোটরসাইকেল বহরসহ বরিশাল বিমান বন্দরে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।