মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প করেছে বাংলাদেশ মানবকল্যাণ এসোসিয়েশন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ সরকারি পুকুরপাড়ে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে গাছুয়া ইউনিয়নের বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মো. আব্দুর রাজ্জাক বেপারী, মাওলানা মো. আবুল বাশার, পূর্ব হোসনাবাদ বাংতুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা আল মামুন, মোঃ সাইমুন হাওলাদার, মো. আল মামুন হেলাল, মো. লাবিব হাসান, হৃদয় রিওয়ান, মো. সুজন সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
বিনামূল্যে ক্যাম্পিংয়ের আয়োজন করেন, বাংলাদেশ মানবকল্যাণ এসোসিয়েশনের বরিশাল জেলা ও যুব কল্যাণ ফাউণ্ডেশনের প্রধান উপদেষ্টা মু. দিদাল হোসেন, বরিশাল জেলা মানবকল্যাণ এসোসিয়েশনের সদস্য মো. জাহিদ হাসান, মো. আল মামুন হেলাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বরিশাল জেলা মানবকল্যান এসোসিয়েশনের সভাপতি ও যুব কল্যাণ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজি, সিনিয়র সহসভাপতি মো. জুবায়ের হোসেন রাবু।