মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে স্ত্রীর কথায় পিটিয়ে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের মৃত কাদের হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। কাদের হাওলাদারের ছেলে বারেক হাওলাদার তার মা রিজিয়া বেগমের মাথা ফাটিয়ে দেন।
রিজিয়া বেগম (৭০) জানান, ‘দীর্ঘদিন ধরে পুত্রবধু মঞ্জুয়ারা বেগম আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলো। এজন্য বিভিন্ন সময়ে মঞ্জুয়ারা গালিগালাজ ও শারীরীক নির্যাতন করতো। মঙ্গলবার সকালে ও দুপুরে লাকরি নিয়ে কথার জেরধরে ২দফা মারধর করে পুত্রবধু। সন্ধ্যায় মঞ্জুয়ারা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু আমি স্বামীর বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করায় আবারও মারধর করে।’
রিজিয়া বেগম আর বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছেলে বারেক বাড়ি ফিরলে পুত্রবধু তার কাছে মিথ্যা নালিশ করে। পুত্রবধুর কথা শুনেই ছেলে কাঠ দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। ’
রিজিয়া বেগমের ডাকচিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে তাকেকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে মঞ্জুয়ারা বেগম বলেন, ‘কাঠের লাকরি নিয়ে কথার জেরধরে শ্বাশুড়ি দুপুরে ও বিকেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলো। সন্ধ্যায় স্বামী ফিরলে তাকে জানাই। তিনি তার মায়ের সঙ্গে এবিষয়ে কথা বলেন এবং গালিগালাজ করতে নিষেধ করেছিলেন। মাথা ফাটানোর বিষয়টি আমার জানা নাই।’
বারেক হাওলাদার মায়ের মাথা ফাটানোর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘লাকড়ি নিয়ে ঝগড়া করার বিষয়ে মায়ের সঙ্গে কথা বলেছি এবং খারাপ ভাষা করতে নিষেধ করেছি। ওই সময় পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘আহত মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।