গণবার্তা রিপোর্ট : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এর সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে, এই বীমা চুক্তির অধীনে এগ্রিগেটনেট ওয়ার্ক লিমিটেড এর সকল গ্রাহকগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা সুরক্ষার ছায়ায় থাকবেন। শেখ রকিবুল করিম, এফসিএ (প্রধান নির্বাহী কর্মকর্তা) গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মুনাজ্জিল রিয়াসাত, এসিসিএ, সিআইএ (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা) এগ্রিগেটনেট ওয়ার্ক লিমিটেড এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডএর পক্ষ থেকে মুহাম্মদ আশরাফুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এগ্রিকালচার); মুহাম্মদ নাফিউল আকবর (সহকারী মহাব্যবস্থাপক, টেকনোলোজি ডেটা এবং ইম্প্যাক্ট পার্টনারশিপ) ও খন্দকার আবুসায়েম (নির্বাহী, প্রোডাকশন এনালিস্ট, এগ্রিকালচার) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে আব্দুল হালিম (এসভিপি, হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশীন নাহার হক (এভিপি, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), মালিক মোহাম্মাদ শাকিল (এভিপি, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), মো. জালাল উদ্দিন (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার) এবং বিল্লাল হোসেন (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার)-এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।