মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) : মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালী জেলার সেনবাগের ৬ নং কাবিলপুর ইউপির ৬ নং ওয়ার্ড পশ্চিম শায়েস্তা নগরে ৮ ডিসেম্বর, মঙ্গলবার বিকালে অসহায় ভূমিহীনদের জন্য ৯ টি বসত ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলু, কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, এছাড়াও কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রমুখ। নির্মাণাধীন ৪৫ শতকের জায়গার মধ্যে বর্তমানে ২৬ শতাংশ জায়গায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সরকারি খাস জায়গাতে আরও ৩৭ টি ঘর নির্মাণ করা হবে। উক্ত নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় ইউপি সদস্য কাজী সালেহ মোহাম্মদ ওয়াসিম।
Developed by: NEXTZEN LIMITED